
বাংলাদেশ দলে জয়ের অভ্যাস, ক্রিকেটারদের মনে জয়ের বিশ্বাস গড়ে দেয়ার জন্য মাশরাফির অবদানকে স্যালুট জানিয়েছেন কোচরা। তবে সবাই একমত একটা ফরম্যাট ছেড়ে যাবার সময় হয়েছিলো মাশরাফির।
এদিকে অবসরের পর দেশের ক্রিকেটের উন্নয়নে মাশরাফিকে যুক্ত থাকার আহবান জানিয়েছেন তারা। নিজের চেয়েও দেশের পতাকার জন্য লড়াই করার দৃঢ়চেতা এমন সেনাপতি যেকোন কোচেরই বড় আস্থার এক জায়গা। শিষ্য হিসেবেও তাই ক্রিকেট কারিগরদের কাছে একজন গ্রেটই মাশরাফি।
ক্রিকেট ছেড়ে রাজনীতি, ব্যবসায়ী, দেশান্তরি পরিচয় নিয়েছেন অনেকে। ভাগ্য মাশরাফিকে কোনদিকে নেবে, সেই প্রশ্নের উত্তর না হয় তোলা থাক আগামীর জন্য? তবে ক্রিকেট যার বেঁচে থাকার অবলম্বন তাকে ক্রিকেটের স্বার্থেই কাজে লাগানোর আহবান। মাঠ থেকে অবসরে যবার সুযোগ দেয়নি টেস্ট। টি টোয়েন্টিকে বিদায় দিয়েছে ঠিকই তবে ক্রিকেটমহলে শঙ্কা, ওয়ানডে ক্যারিয়ারটাও বেশি দূরের পথ নয়। কিংবদন্তির শেষের ঘন্টা বাজছে তাহলে !!