
কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নানা সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ভিত্তিহীন অপপ্রচারের মধ্যদিয়ে বিএনপি নতুন কৌশল অবলম্বনের চেষ্টা করছে।
এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘নির্বাচন কমিশনে যাদের দেওয়া হয়েছে তারা দক্ষ এবং অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। তারা যা করবে আইন মেনেই করবে। এ বিষয়ে বিএনপি অহেতুক কথা বলছে।’