Advertising
Advertising

‘চলতি অর্থবছর শেষে জিডিপি হবে সাড়ে ৭ শতাংশের কাছাকাছি’: পরিকল্পনামন্ত্রী

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ৩০ ভাগ বাস্তবায়িত হয়েছে। এছাড়া অর্থবছর শেষে জিডিপি হবে সাড়ে ৭ শতাংশের কাছাকাছি। রোববার সকালে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে আমাদের সামষ্টিক অর্থনীতির গতিধারা যদি আমরা দেখি তাহলে নিঃসন্দেহে বলতে পারি এবছর আমরা ৭ দশমিক ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারবো। ২৭ লাখের মতো এবছর আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এর মধ্যে সাড়ে ছয় থেকে সাত লাখ মানুষ বিদেশে যাবে।’

Related posts