
ভাগ্যদেবীর সহায়তায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল বিদায় নিলেও বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারে দেখা পেলেন ২০তম অর্ধশতকের। আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ টি চারের সাহায্যে তামিম ইকবাল অর্ধশতকের কোটা পার করলেন।টেস্টে ক্যারিয়ারের ৪৪ ম্যাচে ৮৩ তম ইনিংসে এসে ২০তম অর্ধশতকের দেখা পেলেন তামিম ইকবাল।
আর ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ৭ টেস্টের ১২ ইনিংসে এটি তামিম ইকবালের ষষ্ট অর্ধশত। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে দুটি সেঞ্চুরিও রয়েছে তার। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান। তামিম ইকবাল করেছে ৫৪ এবং মুমিনুল হক করেছে ২৬ রান।