
এরকম দৃশ্য ইউরোপিয়ান ফুটবলের মাঠে নিয়মিত দেখা যায়। প্রায়ই এর শিকার হন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবলাররা। ক্লাব ফুটবলে বা জাতীয় দলের ম্যাচে প্রায়ই দেখা যায়, ম্যাচ চলা অবস্থাতেই নিরাপত্তার বাঁধ ভেঙে মাঠে ঢুকে পড়েন দু-একজন পাগলাটে দর্শক। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তেমন অনেক দৃশ্য নিয়মিতই এই দেশের পত্র-পত্রিকাগুলো ছাপায়।
এবার সেই কাণ্ডটা ঘটলো বাংলাদেশে। সেটা আবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন চলছে ২৯ তম ওভারের খেলা। বল করছিরেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে আফগানিস্তানের রশিদ খান। তখন এক দর্শক ঢুকে গেলেন মাঠে। উদ্দেশ্য আর কিছুই না।
স্রেফ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে একবার ছুঁয়ে দেখা। সেই স্বপ্ন তার পূরণ হল। মাশরাফি তাকে কোনোই বাঁধা দিলেন না। হাত মেলালেন, বুকে জড়িয়ে ধরলেন। তবে, দু’জনের এই সাক্ষাতটা খুব একটা দীর্ঘায়িত হল না। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ঝাঁক ভলান্টিয়ার এগিয়ে এসে ঐ ভক্তকে সরিয়ে নিয়ে গেলেন। ঘটনা দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলীও।
জানা যায় ঐ ভক্তের নাম মেহেদি হাসান। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে এসে এক দফা জেরা করেন। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় মিরপুর থানায়।
https://youtu.be/4Kd9qRpMseo