Advertising
Advertising

মেসি-নেইমারদের বিকল্প আলকাসের

ভ্যালেন্সিয়া ছেড়ে এবার মেসি-নেইমারদের দল বার্সেলোনায় যোগ দিলেন স্পেনের ২৩ বছর বয়সী স্ট্রাইকার পাসো আলকাসের। ৩০ মিলিয়ন ইউরোতে কাতালানদের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ তারকা পাসো আলকাসের।

গ্রীষ্মকালীন দল বদলের পুরোটা সময় ধরেই মেসি ও নেইমারদের বিকল্প হিসেবে আক্রমণভাগের শক্তি বাড়ানোর  প্রচেষ্টায় ছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। অবশেষে ভালেন্সিয়া থেকে আলকাসেরকে দলে ভেড়ালো বার্সেলোনা।

Related posts