Advertising
Advertising

বোলারের সাথে আচরণবিধি ভঙ্গ করায় স্যামুয়েলসের জরিমানা

সদ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ট্রফি জেতার পর আনন্দের সাগরে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে আচরণবিধি ভঙ্গ করার জন্য জরিমানা গুণতে হচ্ছে ক্রিকেটার মারলন স্যামুয়েলসকে।

গতকাল ফাইনাল ম্যাচের সর্বশেষ ওভারে বল করছিলেন ইংল্যান্ডের বোলার বেন স্টোকস। নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থেকে বেন স্টোকসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন ক্রিকেটার স্যামুয়েলস। এ বিষয়ে ম্যাচ সেরা স্যামুয়েলস নিজেও এইটি  স্বীকার করেছেন। আর এই অপরাধের কারনে ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি এমিরেটস এলিট প্যানেল। আইসিসির আচরণবিধির ২.১.৪ ধারা অনুচ্ছেদ ভঙ্গ করার জন্য স্যামুয়েলস দোষী সাব্যস্ত হয়েছেন।

ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শেষ ওভারে রান তাড়া করার সময় ইংলিশদের পেসার বেন স্টোকসের উদ্দেশে গালিগালাজ এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন স্যামুয়েলস। এরপর স্যামুয়েলস দোষ স্বীকার করেন।

স্যামুয়েলসের লেভেল-১ অপরাধের কারনে আনুষ্ঠানিক ভর্ত্সনা এবং ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ কর্তন করার জরিমানার বিধান রয়েছে।

Related posts